"স্বপ্নের সৌদি আরব" এবং বর্তমান সৌদি আরব।
"স্বপ্নের সৌদি আরব" এবং বর্তমান সৌদি আরব।
=================================
বোরহান উদ্দিন আহমেদ মাসুম।
দাম্মাম সৌদি আরব।
=================================
বোরহান উদ্দিন আহমেদ মাসুম।
দাম্মাম সৌদি আরব।
বাংলাদেশী অনেক যুবকের ই স্বপ্ন এই সৌদি আরব। ছয় বছরের বন্ধ্যত্ব শেষে সৌদি আরবে ফের বাংলাদেশি শ্রমিক নেওয়ার খবরে আনন্দের বাতাস বয়েই চলেছে বাংলাদেশী বেকার যুবকদের মনে। গত ছয় বছরে অনেক উত্তান পতন আমারা দেখেছি সৌদি তে,। অর্থ নৈতিক দিক দিয়ে সৌদি আরবকে আমরা বাংলাদেশীরা অ্যামেরিকার পরেই স্থান দিতাম।
এখনকার সৌদি আরব আর এক বছর আগের সৌদি আরবের মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখা দিয়েছে, কোন কোন বিশেষজ্ঞদের মতে আগামী এক বছরের মধ্যে সৌদি আরবে ১০ লাখ শ্রমিক তাদের চাকরি হারাবে এবং স্থায়ীভাবে চলে যেতে হবে নিজ দেশে।
সৌদি আরবের এই করুন অর্থনীতিক মন্দার কারন, খুঁজতে গেলে কয়েকটা কারন আমাদের সামনে আসে, আন্তর্জাতিক বাজেরে তেলের মূল্য হ্রাস, ইয়মেন ও ইরাকের সাথে যুদ্ধে জড়ানো। এছাড়া আরও কয়েক টা আবন্তরিন কারন ও আছে।
বর্তমান সৌদি সরকার তাদের এই অর্থ নৈতিক মন্দা থেকে বেড়িয়ে আসতে কয়েকটা পদক্ষেপ নিয়েছেন। যে গুলার মধ্যে বেশীর ভাগই প্রবাসী শ্রমিক দের উপর প্রেশার সৃষ্টি করা হচ্ছে।
নিছের লেখাটা লিখেছেন- মোক্তার হাসান।
মানে প্রবাসীদের অভাবের ঘন্টা ডন ডন করে বাজতেছে ফ্রি ভিসা ওলাদের কোথাও কাম কাজ পাওয়া যাচ্ছে না বলেই চলে। এই দেশে ১৪ নাম্বার অভাব বিপদ সংকেত দিখিয়ে যেতে বলা হয়েছে। আমি আবার বলছি ১৪ নাম্বার বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কেউ কেউ টেনশনের সাথে মিত্যুর মতো পান্জা লরছে।
যদি কেউ বাংলাদেশ থেকে ফ্রি ভিসা নিয়ে সৌদি আসতে চাচ্ছেন। এই মূহুর্তে এই দেশে আসার চেয়ে ওই টাকা থেকে কিছু টাকা নষ্ট করে বাংলাদেশেই একটা রিক্সা কিনে চালান আপনার জন্য মংঙল হবে। আর আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় ঠিক আছে welcome ৮/৯ লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসার আগে ভাল করে মনে রাখুন আমার কথা আরও ৮/৯ লাখ টাকা দেশে রেডি করে তার পর সৌদি আরবে পা দিয়েন।
বাস্তব জীবনে যা দেখে আসতেছি সেই ছোট বেলা থেকে বিয়ের পরেতো বউয়ের গেনর গেনর শুনতে শুনতে আর সহ্য না করতে পারলে মাঝে মাঝে বউকে মাইর দইর দিয়ে নিজের দু:খ্য কষ্ট একটু হলেও হালকা করতে পারেন কিন্তু এখানে তাও পারবেন না। কপিলের কাছে এক কথার বেশি দ্বিতীয় কোন কথাই বলার সুযোগ পাবেন না। ওদের একটাই কথা "উছকুত" মানে চুপ থাক, কোন কথা বলা যাবেনা। আর বেশি কথা বলতে গেলেই হুরুপ লাগিয়ে দিবে। হুরুপ মানে পলাতক কেইস মামলা দিয়ে দেবে।
এই মুহূর্তে ১০০% মানুষের মধ্যে ২৫% লোক কাজ করতে পারতেছে তাও আবার আগের রেইট থেকে অনেক কম রেইটে। আর ২৫% লোক মাসে ১৫ দিন কাজ পেলে বাকি ১৫ দিন বেকার বসে খাচ্ছে কোথাও কাজ পাচ্ছে না্খা,পেলে মাসিক বেতন হিসেবে কাজ করতে পারতেছে না । আর ২৫% লোক বেকার অবস্তায় রুমে বসে বসে জেলখানার মতো জীবন যাপন করতেছে। আর বাকি ২৫% লোক ০০ কাম কাজ কোথাও পাচ্চে না' নিজের জীবন বাঁচাতে গিয়ে দেশ থেকে টাকা এনে কোন রকম জীবন বাঁচিয়ে টিকে আছে।
এভাবে চলতেছে আমাদের জীবন,মনে হচ্ছে আমরা মৃত্যুর সাথে পান্জা লরছি। আমাদের এ সত্য কথা গুলি পরিবারের কেউ বুঝতে চেষ্টা করতেছে না। ওরা মনে করতেছে আমরা মিথ্যা কথা বলতেছি। ওরা মনে করতেছে আমরা ওদের সাথে ডং করতেছি।
প্রিয় পরিবার,
নে তুরা যদি আমাদের কথা বিশ্বাস না করচ তুদের বিচার আল্লাহ করবো।
এই মুহূর্তে আমরা ফ্রি ভিসা ভাইরা বড় কষ্টে আছি।
বি: মোক্তার হাসান।
No comments