MAFIMUSHKILL

চালু হচ্ছে সৌদি বাংলাদেশি প্রবাসী দের জন্য স্থায়ী ফেম্যালি ভিসা, এবং ভিজিট ভিসা।

 

 

মোরশেদ রানাঃ সৌদিআরবে প্রবাসীদের পেশা অনুযায়ি পরিবারের ভিসা আগামি বুধবার ১৩/২/১৪৩৭হিঃ থেকে চালু হচ্ছে বলে জানায় স্থানীয় গনমাধ্যম “অলিয়ম”।

অলিয়ম নিউজ সূত্রে জানাযায়, সৌদি আরবে কর্মরত প্রবাসী গন পেশা অনুসারে(পরিবারের খরচ চালাতে সক্ষম) বিনা খরচে অন লাইনের মাধ্যমে ভিসার আবেদন করতে পারবেন। এবং পরিবারের সদস্যদের ইচ্ছা করলে সৌদি শ্রমমন্ত্রণালয় থেকে এক হাজার রিয়াল ( ১০০০sr.)ফি দিয়ে   আকামা(পরিচয় পত্র) গ্রহণ করতে পারবেন।

সৌদি শ্রম মন্ত্রণালয়ের এই উদ্দ্যেগ কে বাংলাদেশি সহ সৌদিতে অবস্থান কারি সকল প্রবাসিরা সুখবর মনে করছেন।।

15 comments:

  1. এই নিউজ শুধু বিশ্বাসীদের জন্য।

    ReplyDelete
  2. আমার বিশ্যাস হচ্ছে না। এই খবর টি সম্পুন্ন ভুয়া

    ReplyDelete
    Replies
    1. আপনি ঠিকই ধরেছেন।
      দাললরা মানুষের পকেট কাটার জন্য মাঝে-মধ্যে এরূপ ভুয়া খবর ছাড়ে...

      Delete
  3. ইতিমধ্যে অনেক বাংলাদেশিরাই ভিজিট ভিশা পেয়েগেছেন। ৭ বছর পর বাংলাদেশীদের ভিজিট ভিসা পাওয়া যাচ্ছে।

    ReplyDelete
    Replies
    1. এরকম ভুয়া কথা বলার কোন দরকার আছে? আপনি প্রমাণ দিতে পারবেন? যারা পেয়েছে এরকম কারো নম্বর দিতে পারবেন?

      Delete
  4. Replies
    1. ভাই, এগুলো দাললদের ভুয়া খবর। দাললরা মানুষের পকেট কাটার জন্য মাঝে-মধ্যে এরূপ ভুয়া খবর ছাড়ে...

      Delete
  5. এগুলো দাললদের ভুয়া খবর। দাললরা মানুষের পকেট কাটার জন্য মাঝে-মধ্যে এরূপ ভুয়া খবর ছাড়ে...

    ReplyDelete
  6. কাপি আপনি জানেন ভিজিট ভিসা বাংলাদেশীদের জন্য চালু হয়েছে, আমার পরিচিত কয়েকে জনকে পাইতে দেখেছি।
    এই টা আট বছর পর চালু হয়েছে,।

    ReplyDelete
  7. kafi আপনার মোবাইল নং দেন।
    আপনাকে আমি মোবাইল নং দিচ্ছি, যারা ভিজিট ভিসা পেয়েছে,তাদের।

    ReplyDelete
  8. amar propetional amel idi ami ki visit visa apply korte parbo
    ki vabe korte hobe bolben

    ReplyDelete

Theme images by Roofoo. Powered by Blogger.