MAFIMUSHKILL

বাংলাদেশী সৌদি প্রবাসীদের মধ্যে যারা ভিজিট ভিসা পেতে চান, এই পোস্ট আপনাদের জন্য।

সুখবর বাংলাদেশী সৌদি প্রবাসীদের জন্য। 

 

 বাংলাদেশী সৌদি প্রবাসীদের মধ্যে যারা ভিজিট ভিসা পেতে চান, এই পোস্ট আপনাদের জন্য। 

অনলাইনে বাংলাদেশীদের ভিজিট ভিসা দেওয়া হচ্ছে, গত একমাস থেকে তবে শতে ১০% হারে ভিসা হচ্ছে, এর আগে ২০০৮ সালে, ভিজিট ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশীদের জন্য। ভিসা নিয়ে কোন লিখা লেখলেই উল্টা পাল্টা কমেন্ট করেন, বাংলাদেশী প্রবাসীরা। 

একটু লক্ষ করলে দেখবেন, যা রটে তার কিছুটা হলেও বটে। শুনা যাচ্ছে এই মাসের আরবি ১৩ তারিখ থেকে বাংলাদেশী পার্মানেণ্ট ভিসা ও চালু হচ্ছে। আর আমরাও এই অপেক্ষায় থাকলাম। 

ভিসা বিষয়ে জানতে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এই ঠিকানায়। 

Email: masumborhan@gmail.com 

Mobile: 0568593245 (কল করবেন রাত 10:30 এর পরে। এর আগে না প্লিজ।)

Facebook: https://www.facebook.com/masum.borhan   


ভিজিট ভিসার জন্য যে সব কাগজ পত্র, থাকা আবশ্যক।

১) ভেলিড আকামা, ৩ মাসের বেশী ভেলিডেটি থাকতে হবে আকামার। 

২) প্রফেশন (পেশা) লেবার, আর ড্রাইভার ছাড়া সবাই এপ্লাই করতে পারবেন।

৩) কাপিলের আই, ডি (পতেকে কপি)।

 ৪) বাংলাদেশ থেকে ভিজিটে যারা আসবেন, সবার পার্স ফুট কপি।  

* আমার মাধ্যমে অলরেডি ৩ জন বাংলাদেশী ভিজিট ভিসা পেয়ে গেছেন। 

 

 

      

2 comments:

  1. ভাই জান আগে বাংলা ভাষার অপমান করা বাদ দেন তার পর ভিসা দেয়া শুরু কইরেন

    ReplyDelete
  2. হা ভাই
    ভাল লাগ লো আপনার কথা।
    কি করব বলেন' লেবার কে শ্রমিক আর ড্রাইভার কে চালক বল্লে কেমন জানি শুনা যায়' আর এ জন্য ই এই ভাবে লিখা।

    ReplyDelete

Theme images by Roofoo. Powered by Blogger.