MAFIMUSHKILL

সৌদি প্রবাসীদের জন্য আরেকটা দুঃ সংবাদ ১৯ রকমের পেশা যাদের আকামাতে আছে, তাদের আকামা আর রিনিউ হবে না।



সৌদি প্রবাসী ভাইদের জন্য আরেক দুঃসংবাদ এখন থেকে নিন্মে বর্ণিত আকামা গুলা আর রিনিউ হবে না। এর মানে হলে সবাই কে মানে যাদের আকামাতে এই প্রফেশন গুলা আছে তাদের কে আকামার পেশা টা চেইঞ্জ করে নিতে হবে।


এমনিতে ই চারিদিকে বেকার শ্রমিকের ছড়াছড়ি, তার উপর সরকারের নতুন নতুন আইন প্রবাসী সৌদি এরাবিয়ানদের নানা দুঃচিন্তায় ফেলে দিচ্ছে। এ দিকে এখনো আমাদের দেশ থেকে শ্রমিক আসা বন্ধ হয় নাই, প্রতি দিন ১৫-২০ হাজার বাংলাদেশী নতুন ভাবে চলে আসছে বেকার জীবনের গ্লানি টানার জন্য।


এ সুযোগে দালালরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, বাংলাদেশ সরকারের উচিৎ এখুনি সৌদি আরবের ভিসা ক্রয় বিক্রয় বন্ধ করে দেওয়া এবং নতুন করে কেউ যেন সৌদি আরবে না আসে সে বিষয়ে সতর্ক করে দেওয়া। তা না হলে অচিরেই বাংলাদেশ সরকার কে পস্তাতে হবে। 


১-খবরের সত্যতা যাচাই করতে এখানে ক্লিক করেন। 
২-এখানে ক্লিক করে আরও জানতে পারবেন।   

যে আকামা গুলা গুলা রেনিও হবে না তার লিস্ট 
Here are the 19 Iqama professions that are ‘no longer’ eligible for renewal:

  • Accountant 
  • Secretary
  • Salesman
  • Administrator
  • Sales Manager
  • Sales Supervisor
  • Finance Manager
  • Chief Accountant
  • Senior Accountant
  • Office Manager
  • Sales Assistant
  • Administration Manager
  • Office Boy
  • Driver
  • Receptionist
  • Warehouse Manager
  • Forklift Operator
  • Logistics Supervisor
  • Human Resource Manager

3 comments:

  1. এটা কি আসলেই সত্য খবর?

    ReplyDelete
  2. * প্রতিষ্ঠান এর ওয়েবসাইট তৈরির কথা ভাবছেন *
    MyhostIT দিচ্ছে, সল্পমূল্যে ওয়েবসাইট ।
    আপনার ছোট-বড় সংবাদ সংস্থার বা পত্রিকার অনলাইন ভাসর্ন তৈরি করতে, অনলাইন নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করুন ।
    ওয়েবসাইটের মাধ্যমে যে কোন ধরনের পন্য বিক্রয় করতে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করুন, সল্প সময়ে লক্ষ ক্রেতার দোরগোরায় পৌছাতে ই-কামার্সের বিকল্প কিছু নেই ।
    আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা কম্পানির প্রচার,প্রসারনা এবং সুনাম বৃদ্ধির জন্য তৈরি করুন করপোরেট (corporate ) ওয়েবসাইট ।
    ছোট-বড় রেষ্টুরেন্ট,ফাষ্টফুট,হোটেল,রেস্তোরা ইত্যাদির খাবার হোমে ডেলিভারি দিতে ওয়েবসাইট তৈরি করুন।
    এছাড়া আরো যে সকল ওয়েবসাইট তৈরি করতে পারেন :
    ক্লাসিফাইড ওয়েবসাইট
    ফ্যশন ও ব্যান্ড-শো ওয়েবসাইট
    পার্সোনাল ওয়েবসাইট
    হোটেল ও পর্যটন ওয়েবসাইট
    বাংলা ব্লগ সাইট
    ডিরেক্টরি ওয়েবসাইট
    হাসপাতাল ও ক্লিনিক ওয়েবসাইট
    সেলিব্রেটি ও বিনোদন ওয়েবসাইট
    এবং আপনার চাহিদা ও পছন্দ অনুযায়ী যে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করিয়ে নিতে পারেন ।
    সুবিধা সমুহ :
    …………………………………………………………..
    সাইটটি যেভাবে পরিচলনা করবেন, এর সম্পূর্ন ধারনা ।
    ইচ্ছে মত পেজ তৈরি ও ডিজাইন
    ডোমেইন + হোষ্টিং
    বেসিক অনলাইন মার্কেটিং
    Contact Info
    Phone: +8801824379974
    Skype: Kalamnet
    E-mail: Info@myhostit.com
    web: www.myhostit.com
    www.facebook.com/myhostit

    ReplyDelete

Theme images by Roofoo. Powered by Blogger.