ভিজিট ভিসা রিনিউ এবং এবশের সমাচার।
০৪-এপ্রিল- ২০১৬
বাংলাদেশী ভিজিট ভিসার মাধ্যমে যারা ফেম্যালি নিয়ে আসছেন, ইতিমধ্যে অনেকর ই ভিসা রিনিউ করার টাইম হয়ে গেছে। এই ভিসা রিনিউর প্রসেসটা আসলেই সহজ। সাধারণ কয়েকটা স্টেপের মাধ্যমে আপনি নিজেই রিনিউ করতে পারবেন। কি ভাবে রিনিউ করতে হবে, দেখেন।
বাংলাদেশী ভিজিট ভিসার মাধ্যমে যারা ফেম্যালি নিয়ে আসছেন, ইতিমধ্যে অনেকর ই ভিসা রিনিউ করার টাইম হয়ে গেছে। এই ভিসা রিনিউর প্রসেসটা আসলেই সহজ। সাধারণ কয়েকটা স্টেপের মাধ্যমে আপনি নিজেই রিনিউ করতে পারবেন। কি ভাবে রিনিউ করতে হবে, দেখেন।
১- ছুটি অথবা আকামা রিনিউর জন্য, যে ভাবে আপনি আপনার আকামাতে পয়সা পে করেন ঠিক ঐ ভাবে আপনার ব্যাংক একাউন্ট থেকে ১০০ রিয়াল পার্সফুট প্রতি পে করতে হবে।
২- সৌদি আরবের অনলাইন পোর্টাল https://www.moi.gov.sa
তে একটা একাউন্ট খুলতে হবে, একাউণ্ট খোলা তেমনে কঠিন না,
একাউন্ট খোলার নিয়মটা ঠিক ফেইসবুক অথবা যে কোন অনলাইন রেজিস্ট্রনের মত।
৩- একাউন্ট খোলা হলে এই একাউন্টকে একটিভ করতে আপনার আশে পাশে যেখানে জাওয়াজত
অথবা লেবার কোর্টের অফিস আছে ঐ খানে যোগাযোগ করে জানতে পারবেন। এই একাউন্ট খোলার
এবং একটিভেট করার পুরো নিয়ম টাকে আরবিতে এবশের (ABSHER) বলে।
৪- একাউন্ট একটিভ করা হলে, আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে নিজে নিজেই
আপনার ফ্যেমেলির ভিজিট ভিসা রিনিউ-ড্রাইভিং লাইসেন্স রিনিউ- ট্রাফিক ফাইন চেক- আরও
অনেক কাজ করতে পারবেন।
এর পরেও কারো যদি কোন সমস্যা থাকে ভিজিট ভিসা রিনিউ নিয়ে ফোন অথবা ইমেইল করতে
পারেন, ফোন করবেন রাত দশটার পরে প্লিজ এর আগে না।
এখানে সংক্ষেপে বল্লাম আশাকরি এর মাধ্যমে সবাই বুঝতে পারবেন, সবার উপকারে আসুক
পোস্ট টি এমন কামনায়-মাসুম।
ভাল লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।
মাসুম (0568593245) Email: masumborhan@gmail.com
No comments