সৌদি আরবের সর্ববৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান ‘বিন লাদেন গ্রুপ’ ৫০ হাজার বিদেশি শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা।
সৌদি আরবের সর্ববৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান ‘বিন লাদেন গ্রুপ’ ৫০ হাজার বিদেশি শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার পর মক্কায় বিক্ষোভ অব্যাহত রয়েছে।
যাঁদের ছাঁটাই করা হয়েছে, তাঁদের মধ্যে বহু বাংলাদেশিও রয়েছেন বলে জানা গেছে। চাকরিচ্যুত শ্রমিকদের অন্তত চার মাসের বেতন বকেয়া রেখেই সৌদি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন শ্রমিকরা। বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত সৌদি আরব না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
বেতন পরিশোধের দাবিতে মক্কায় কোম্পানির প্রশাসনিক কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। বিক্ষোভকারীরা অন্তত সাতটি বাসে আগুন দিয়েছেন বলেও খবর পাওয়া গেছে। বিক্ষোভ ও বাসে আগুন দেওয়ার ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
আর্থিক সংকটের কারণে বিন লাদেন গ্রুপ গত শুক্রবার তাদের ২৫ শতাংশ শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেয়। চার-পাঁচ মাসের বেতন বকেয়া রেখেই ৫০ হাজার শ্রমিকের হাতে এ-সংক্রান্ত চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে।
‘বিন লাদেন গ্রুপ’ লাদেন পরিবারের মাধ্যমে পরিচালিত হয় এবং ক্ষমতাসীন আলে সৌদ পরিবারের সঙ্গে এ গ্রুপের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিন লাদেন গ্রুপ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নির্মাণ প্রতিষ্ঠান হিসেবেও পরিচিত। ১৯৩১ সালে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার প্রয়াত প্রধান বিন লাদেনের বাবা শেইখ মোহাম্মাদ বিন লাদেন এটি প্রতিষ্ঠা করেন।
ওসামা বিন লাদেনের পরিবারের দাবি, তারা ১৯৯০-এর দশকেই আল-কায়েদা নেতার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে। বিন লাদেন গ্রুপ সৌদি আরবের জেদ্দায় ‘কিং আবদুল আজিজ বিমানবন্দর’সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করেছে। এ প্রতিষ্ঠানে বহু বাংলাদেশি শ্রমিকও কাজ করেন।
সুত্রঃ Ntv Online
মোহাম্মদ আলী রাশেদ, মদিনা
No comments